প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ১১:৩২:১০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪..কম) দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবের জনসমাগমে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮২ জন। উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল শনিবার রাতে দেশটির রাজধানী সিউলের ইতাইওন জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থা ইওনহাপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ইরান, চীন, নরওয়ে, উজবেকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চই সুঙ-বিওম বলেছেন, হ্যালোউন উৎসবের আয়োজনে একটি সংকীর্ণ গলিতে বিপুল সংখ্যক মানুষ পড়ে গেলে স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে এই পদদলনের ঘটনা ঘটে।
দেশটির জাতীয় দমকল সংস্থার এক কর্মকর্তা মুন হিয়ু-জু বলেন, ‘পরিস্থিতি এখনো বিশৃঙ্খল। ফলে আমরা এখনো আহতদের নির্দিষ্ট সংখ্যা জানার চেষ্টা করছি। হতাহত বিদেশিদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।’
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ইয়ন সুক-ইয়ল সিনিয়র কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন এবং ঘটনাস্থলে জরুরি মেডিকেল পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটিই প্রথম মাস্ক ছাড়া ঘরের বাইরের হ্যালোইন উৎসব। ধারণা করা হচ্ছে, লক্ষাধিক মানুষ রাতে উৎসবের জন্য বের হয়েছিলেন। -ডেস্ক রিপোর্ট