প্রতিনিধি ২ নভেম্বর ২০২২ , ১২:৪৩:৪২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেকের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পদটি শূন্য ঘোষণা করা হয়।
সচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মালেক মিয়ার বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতা দেওয়ার সুপারিশের ক্ষেত্রে উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়া, সদস্য ছাড়াই স্থায়ী কমিটির সভা করাসহ বেশ কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত পদটি শূন্য ঘোষণা করা হলো।