প্রতিনিধি ২ নভেম্বর ২০২২ , ৬:৫৫:৫৬ প্রিন্ট সংস্করণ
মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা যুব উন্নয়ন ্অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস /২২ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ,। এ উপলক্ষ্যে ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা,চেক বিতরণ ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী ্অফিসার শেষ ্অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আব্দুর রেজার উপস্থাপনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য শিবলী সাদিক । শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু হানিফ,বিশেষ ্অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আতোয়ার হোসেন, উপজেলা কৃষি কৃষক লীগ সভাপতি ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ। এ সময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ হোসেন,শাহ দোঃ তাজুল ইসলাম.আনোয়ার হোসেন প্রমুখ। শেষে ৯ জন প্রশিক্ষিত যুবদের মাঝে চেক ও সনদ পত্র বিদরণ এবং বাধনে বেকার জীবন নাটক পরিবেশন করা হয়। এ সময় প্রশিক্ষত যুবক ও এলাকার বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।