• Top News

    ইমরান খান গুলিবিদ্ধ

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৬:১০:১৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার চলমান লং মার্চ থেকে গুলিবিদ্ধ হন ইমরান খান। এ ঘটনায় পিটিআইয়ের আরও পাঁচজন নেতা আহত হয়েছেন।

    ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বহরে থাকা পিটিআই নেতা ফয়সাল জাভেদ আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় তাদের দলের একজন নেতা মারা গেছেন বলে খবর পেয়েছেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।