• সারাদেশ

    ঘোড়াঘাটে জাতীয় সমবায় দিবস পালিত

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ১১:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

    মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালী, আলোচনা সভা,জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

    র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পালশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাকিবুজ্জামান, কালুপুকুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হারুন অর রশিদ (কালাম), বাশমুড়ি সমবায় সমিতির সভাপতি আবু তাহের ও রাণীগঞ্জ নারী মুক্তি সংগঠনের সভানেত্রী মোছাঃ কোহিনুর আক্তার প্রমুখ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content