• Top News

  নেপালে ভয়াবহ ভূমিকম্প, ৬ জনের মৃত্যু

    প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ১০:১২:৪৬ প্রিন্ট সংস্করণ

  (দিনাজপুর২৪.কম) নেপালে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ২টারয় ভূমিকম্পটি আঘাত হানে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরাঞ্চলেও। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।

  রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর। তবে নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প-বিষয়ক দপ্তর।

  সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।

  এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। -ডেস্ক

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।