প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ১২:২১:৫৬ প্রিন্ট সংস্করণ
মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুরে মাদক সেবনের সময় পুলিশ ৬ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে দিলে ভ্রাম্যমান আদালত ৪ জনকে কারাদন্ড ও ২ জনকে অর্থদন্ড- প্রদান করেছেন। থানা পুলিশ কারাদন্ড- প্রাপ্তদের বুধবার (৯ নভে:) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। থানা পুলিশ সূত্রে প্রকাশ, বিরামপুর পৌর শহরের পুরাতন বাজারে একটি বাড়িতে মাদক সেবনের সংবাদ পেয়ে থানা পুলিশ মঙ্গলবার রাতে ঐ বাড়িতে অভিযান চালান। এসময় মাদক সেবনরত অবস্থায় শহরের পূর্বজগন্নাথপুর মহল্লার মৃত: আব্দুল গণি ম-লের ছেলে জাকিউল কবীর (৪৮), ইসলামপাড়া মহল্লার মৃত: কছিম উদ্দিনের ছেলে ও বিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম (৪৮), চাঁদপুর কলেজিয়েট স্কুল পাড়ার মৃত: কামাল উদ্দিনের ছেলে ও বিরামপুর পৌর যুবদলের ১নং যুগ্ম আহবায়ক তহিদুর রহমান (৪৬), হোসেনপুর মহল্লার মৃত: এ্যাডভোকেট মোসলেম উদ্দিনের ছেলে এ্যাডভোকেট আবুল বাশার (৪০), রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলি উত্তরপাড়া গ্রামের মৃত: হোসেনের ছেলে আমিন (২৮) এবং রাজশাহী গোদাগাড়ী উপজেলার গঞ্জেশিবপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে বদিউজ্জামানকে (৪৪) পুলিশ আটক করে। পুলিশ আটককৃতদের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালত জাকিউল কবীর, শাহিনুর ইসলাম, তহিদুর রহমানকে ৩ মাস করে ও আমিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- এবং অপর দুই জনকে ১০ হাজার টাকা করে অর্থদ- প্রদান করেছেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত আটককৃতদের ৪জনকে কারাদন্ড- ও ২ জনকে অর্থদন্ড- প্রদান করেছেন। কারাদ- প্রাপ্তদের বুধবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।