• বিনোদন

    আর্জেন্টিনার ভক্তদের জন্য গাইলেন হিরো আলম

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ৪:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ২০২১ কোপা আমেরিকার সময় মেসিকে নিয়ে ‘উই লাভ মেসি’ শিরোনামে একটি গান করেছিলেন আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার ফুটবল বিশ্বকাপ ঘিরেও থাকছে তার নতুন গান। এবার আর্জেন্টাইন ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করছেন তিনি। শিরোনাম ‘জিতবে এবার আর্জেন্টিনা’।

    গানটি কথা ও সুর যৌথভাবে করেছেন হিরো আলম ও এফএ প্রীতম। আর এর দৃশ্যধারণ হয়েছে ঢাকাতেই। গানটি প্রকাশ হবে আগামীকাল সোমবার দুপুরে হিরো আলমের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

    হিরো আলম বলেন, ‘বিশ্বকাপের আনন্দ বাড়াতে একটি গান করেছি। এটা আসলে আর্জেন্টিনার ভক্তদের জন্য, কিন্তু গানটি সবারই ভালো লাগবে আশা করি।’

    তবে ব্রাজিল ভক্তদেরও নিরাশ করবেন না হিলো আলম। তাদের জন্যেও নতুন গান নিয়ে আসছেন আর্জেন্টিনার সমর্থক এই কনটেন্ট ক্রিয়েটর। তার ভাষ্য, ‘ক’দিন পর ব্রাজিলের ভক্তদের জন্যও একটা গান প্রকাশ করব।’ -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content