• জাতীয়

    হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ৭:০২:০১ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল ইসলাম জিহাদীর ছেলে খালেদ বিন নূর।

    এর আগে শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নুরুল ইসলাম জিহাদীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

    জানা গেছে, হেফাজতের শনিবারের ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম জিহাদী। সম্মেলন শেষে মাদ্রাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

    প্রয়াত আল্লামা জুনাইদ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের কমিটিতে মহাসচিব হয়েছিলেন নুরুল ইসলাম জিহাদী।-নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content