প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৫:২৬:০৭ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম,হেড অব নিউজ দিনাজপুর জেলায় সারাদেশের মত অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আনুষ্ঠানিক ভাবে এই সংগ্রহ অভিযান শুরু করেন। দিনাজপুরের পুলহাটের এলএসডি গোডাউনে বৃহস্পতিবার বেলা ১২টায় সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী, রংপুর আ লিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম, পুলিশ
সুপার ইফতেখার আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন প্রমূখ। এবার দিনাজপুর জেলায় ২৮টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪১৭ মেট্রিক টন ধান ও ৪২ টাকা কেজি ৪৭ হাজার ৬৮৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এই সংগ্রহ অভিযান চলবে আগামী ২৩ সালের ফেব্রয়ারীর ২৮ তারিখ পর্যন্ত।