প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৫:৪৭:১০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সরকারের কেউ পালিয়ে যাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শেখ হাসিনাকে পালানোর সুযোগ দেওয়া হবে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন কৃষিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডব্লিউএফপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘তারা (বিএনপি) বলছে- ‘‘সরকারের পতন ঘটাবে, শেখ হাসিনা পালাবার জায়গা পাবে না, পালাবার রাস্তা পাবে না।’’ শেখ হাসিনা কি পালান? উল্টো দেশে আসে। যখন তত্ত্বাবধায়ক সরকার তাকে আসতে দেবে না, আমরা চাপ দিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে… আমাদের নেত্রী দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুও কোনো দিন এ দেশ থেকে পালিয়ে যাননি।’
সরকারের মন্ত্রীরা ১০ ডিসেম্বরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, ওইদিন দেশে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছেন তারা- বিএনপির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এ সদস্য বলেন, ‘আমরা সরকার। আমাদের দায়িত্ব হলো দেশবাসীকে, সব শ্রেণি-পেশার মানুষের শান্তি নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল, অনেক দক্ষ। তারা সক্ষমতা অর্জন করেছে, দিয়েছি আমরা। সংখ্যায়ও তারা অনেক বেশি। তারা এটা করবে। তার সাথে আমরা যারা রাজনৈতিক কর্মী বা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের দায়িত্ব সরকারকে সমর্থন করা। সেটিই আমরা বলি।’ -অনলাইন ডেস্ক