হাফিজুর রহমান হাবিব (দিনাজপুর২৪.কম) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন হয়েছে । শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থা তেঁতুলিয়ার আয়োজনে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তেঁতুলিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক : জহুরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় তেঁতুলিয়া বাংলাবান্ধা ফুটবল একাডেমী ২-০ গোলে বোদা ফুটবল একাডেমীকে পরাজিত করে।
এ ফুটবল টুর্নামেন্টে করতোয়া ও মহানন্দা গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন খেলা হবে। পরে দুই গ্রুপের শীর্ষ দুই দল ফাইনাল খেলায় অংশ নিবেন। বাংলাবান্ধা ফুটবল ক্লাব তেঁতুলিয়া,বোদা উপজেলা ফুটবল একাডেমি , ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি দিনাজপুর,পীরগঞ্জ প্রগতি ফুটবল টিম ঠাকুরগাঁও,রাণীশংকৈল ফুটবল একাদশ ঠাকুরগাঁও,এমআর ফুটবল একাডেমি ঠাকুরগাঁও,শালবাহান এক্সপ্রেস তেঁতুলিয়া,বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়, তারেক একাদশ বুড়াবুড়ি তেঁতুলিয়া, হাজীরহাট ফুটবল একাডেমি ডমার,সেতাবগঞ্জ স্পোর্টিং ক্লাব দিনাজপুর,দেবীগঞ্জ ফুটবল একাদশ পঞ্চগড়, তেঁতুলিয়া ফুটবল একাদশ, এফডিএ ঝাড়বাড়ি বীরগঞ্জ দিনাজপুর,ভজনপুর ফুটবল একাদশ তেতুলিয়া,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব অংশ নিচ্ছে।