প্রতিনিধি ২০ নভেম্বর ২০২২ , ৮:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় ত্রিশালের বালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন।
তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে। তার নাম নিজাম উদ্দিন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের বাসিন্দা। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।