• সারাদেশ

    পাঁচবিবিতে বিএনপির ৩শ’ কর্মীর নামে মামলা

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২২ , ৯:০৩:২৪ প্রিন্ট সংস্করণ

    আকতার হোসেন বকুল (দিনাজপুর২৪.কম) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মঞ্চের পিছনে ককটেল বিষ্ফোরণ ঘটায় বিদ্রোহী গ্রুপের কর্মীর। এসময় পুলিশ এসে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে বিএনপির দু’পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন।  ঘটনাস্থল থেকে ৮,জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরী, যুবদল নেতা রাহিদ হাসান, ছাত্রদল নেতা হারুন অর রশিদ, গোলজার হোসেন, আমিনুল ইসলাম, সাজ্জাদুল বারী, রফিকুল ইসলাম ও সাইদুন্নবী সাহিদ। এঘটনায় গত শনিবার রাতে থানার শামীম হায়দার বাদি হয়ে গ্রেপ্তারকৃত বিএনপির ৮,জনসহ অজ্ঞাত আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
    গত শনিবার (১৯ নভেম্বর) বিকালে ধরঞ্জী ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলণে জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা যোগদেন। সম্মেলনের প্রথম অধিবেশন শুরুর মূহুর্তেই মঞ্চস্থলের পিছনে ককটেল নিক্ষেপ করে বিএনপির পদবঞ্চিতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে ৩ রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে নেতাকর্মিদের তাড়িয়ে দেন। পাঁচবিবি ওসি পলাশ চন্দ্র দেব দিনাজপুর২৪.কমকে বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়ে।
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content