আকতার হোসেন বকুল (দিনাজপুর২৪.কম) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মঞ্চের পিছনে ককটেল বিষ্ফোরণ ঘটায় বিদ্রোহী গ্রুপের কর্মীর। এসময় পুলিশ এসে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে বিএনপির দু’পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। ঘটনাস্থল থেকে ৮,জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরী, যুবদল নেতা রাহিদ হাসান, ছাত্রদল নেতা হারুন অর রশিদ, গোলজার হোসেন, আমিনুল ইসলাম, সাজ্জাদুল বারী, রফিকুল ইসলাম ও সাইদুন্নবী সাহিদ। এঘটনায় গত শনিবার রাতে থানার শামীম হায়দার বাদি হয়ে গ্রেপ্তারকৃত বিএনপির ৮,জনসহ অজ্ঞাত আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত শনিবার (১৯ নভেম্বর) বিকালে ধরঞ্জী ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলণে জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা যোগদেন। সম্মেলনের প্রথম অধিবেশন শুরুর মূহুর্তেই মঞ্চস্থলের পিছনে ককটেল নিক্ষেপ করে বিএনপির পদবঞ্চিতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে ৩ রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে নেতাকর্মিদের তাড়িয়ে দেন। পাঁচবিবি ওসি পলাশ চন্দ্র দেব দিনাজপুর২৪.কমকে বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়ে।