• Top News

    ৮০ বছরে পা দিলেন বাইডেন

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ১:৪৮:২৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার আশি বছরে পা দিয়েছেন। দেশটির ইতিহাসে এ প্রথম ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বয়স আশি হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে নেই তেমন কোন প্রকাশ্য আয়োজন।
    টুইটারে নিজেদের একটি নাচের ছবি পোস্ট করে স্ত্রী জিল বাইডেন লিখেছেন, ‘আমি যার সাথে নাচতে চাই, সে তুমি ছাড়া আর কেউ নয়। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি। ’

    বাইডেনের জন্মদিন ঘিরে হোয়াইট হাউস থেকে আয়োজনের কোন খবর জানা যায়নি। কেবলমাত্র জিল বাইডেনই টুইটারে পোস্টটি করেন।

    এদিকে এর একদিন আগে নাতনি নাওমির বিয়ে উপলক্ষে বেশ বড়ো আয়োজন ছিল হোয়াইট হাউসে। তবে এ আয়োজনে গণমাধ্যম নিষিদ্ধ ছিল।
    তবে আগামী দিনগুলোতে পরিবারের সাথে বাইডেনের আলোচনার  গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তী নির্বাচনে তার প্রার্থী হওয়া না হওয়ার বিষয়। গত ৯ নভেম্বরের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২০২৩ সালে।
    এদিকে আমেরিকায় বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বাইডেন আবারো হোয়াইট হাউসের দৌঁড়ে শরীক হোক তা অধিকাংশ আমেরিকান চায় না। -অনলাইন ডেস্ক
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content