প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ১০:৩০:২৮ প্রিন্ট সংস্করণ
জাহাঙ্গীর আলম/মোঃ জিয়াউর রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)অভিযোগ সূত্রে জানা যায় পার্বতীপুর ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিন শালন্দার বারামের ঘাট ব্রিজের পূর্ব, পশ্চিম ও দক্ষিন সরকারি রাস্তার উপরে থাকা ৩৪টি ইউকালেকটরসহ অন্যান্য গাছ কর্তন করে বিবাদী মোঃ রফিকুল ইসলাম, পিতাঃ খড়কু মন্ডল ও মোঃ আছির উদ্দীন, পিতাঃ মৃত অফি উদ্দীন। বাদী হয়ে ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবাদীকে নোটিশ প্রদান করেন ও গ্রাম পুলিশ দারা গাছ কর্তনকৃত গাছ আটক করে।