• সারাদেশ

    ঘোড়াঘাটে দাদা-নাতিদের ফুটবল খেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২২ , ৪:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ

    মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে দাদা- নাতিদের ব্যতিক্রমী এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। (২১ নভেম্বর) সোমবার বিকাল সাড়ে ৩ টায় ঘোড়াঘাট বাগান বাড়ি মানব কল্যাণ ক্লাবের আযয়োজনে, কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে এই খেলা ্অনুষ্ঠিত হয়। এই খেলার উদ্বোধন করেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন। দাদা নাতিদের ফুটবল খেলায় দুটি দল অংশগ্রহণ করেন। দাদাদের দলে খেলোয়াড়দের বয়স ৬০-৬৫ বছর আর নাতিদের দলের খেলোয়াড়দের বয়স ১৫-১৭ বছর।
    খেলাকে সবাই একটা নিদিষ্ট বয়সে সীমাবদ্ধ রাখে। শিশু থেকে নানা খেলার মাধ্যমে সবাই বড় হয়। দাদাদের বয়সের সঙ্গে খেলার মিল না থাকলেও রেফারির বাঁশির শব্দ আর ফুটবলের পিছু ছাড়ছেন না দাদারা। মনোবল থাকলেও শরীরিক অক্ষমতার কারণে যৌবনকালের মতো ফুটবলের সঙ্গে দৌড়াতে পারছে না দাদা দলের অনেকে।
    তবে এই খেলায় নাতিদের তিন গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়েন দাদারা। এ ব্যতিক্রম খেলা দেখতে মানুষের ভিড় অনেক লক্ষ্য করা গেছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content