• খেলাধুলা

    অবাক করা ২ গোলে এগিয়ে গেল সৌদি আরব

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২২ , ৫:৩৬:১২ প্রিন্ট সংস্করণ

    অবাক করা ২ গোলে এগিয়ে গেল সৌদি আরব - ছবি : ইন্টারনেট

    দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরলো সৌদি আরব। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন আল শেহরি। ম্যাচের ৪৮ মিনিটে গোলটি করেন তিনি।

    প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি। এরপর আরও তিনটি গোল করলেও সবগুলোই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

    প্রথম গোল পাবার পরপরই আবারো গোল উৎসবে মাতলো সৌদি আরব। এবার দলের হয়ে গোল করেন আল দাওয়াসরি। এই গোলে ২-১ গোলে এগিয়ে গেল সৌদি আরব। ৫ মিনিটের মাঝে দুই গোল করে ম্যাচ জমিয়ে তুললো আরব দেশটি।

    প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করেছিলেন লিওনেল মেসি।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content