(দিনাজপুর২৪.কম) কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারল আর্জেন্টিনা। আর ম্যাচ জিতে ইতিহাস গড়ল সৌদি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আলবিসেলেস্তাদের হারাল দেশটি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে গেল ফেভারিট আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে অপ্রত্যাশিত হারের মুখ দেখে মেসি-ডি মারিয়ারা।
তবে এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম পেনাল্টি থেকে সফল স্পট কিকে দলকে লিড এনে দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। পরপর তিনটি গোল বাতিল হয়েছে আর্জেন্টিনার। এর মধ্যে মেসির একটি, মার্টিনেজের দুটি গোল। প্রথমে ২২ মিনিটে লিওনেল মেসি অফসাইড হন। এরপর ২৭ মিনিটে লাওতারো মার্টিনেজ জালের নাগাল পেলেও ভিআরএ চেকে সেটি বাতিল হয় অফসাইডের কারণে। এরপর ২৭ মিনিটে আরও একবার মার্টিনেজ বল জালে জড়ান। কিন্তু সেটিও অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লিওনেল মেসিরা।
প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার! খেলায় এখন ২-১ গোলে এগিয়ে সৌদি আরব।