• সারাদেশ

    হাবিপ্রবির তাজউদ্দীন আহমেদ হলে দৃষ্টিনন্দন রিডিং রুম, নামাজ ঘর ও গেস্ট রুম উদ্বোধন

      প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ১:৫৯:০৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তাজউদ্দীন আহমেদ হলে সুসজ্জিত রিডিং রুম, নামাজ ঘর ও গেস্ট রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় রিডিং রুম নামাজ ঘর ও গেস্ট রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল সুপার কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোছা: আফরোজা খাতুন, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার প্রফেসর ড. মো: শাহানুর কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী হল সুপার ডা. মো: হোসনে মোবারক মিঠু।
    উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, আমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাদের উদ্দীপনা আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের প্রাণের স্পন্দন। আমাদের স্বাধ অনেক বেশি কিন্তু সাধ্য খুব সীমিত, এই সীমিত সম্পদের মাধ্যমেই আমরা আস্তে আস্তে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা গুলো সমাধানের চেষ্টা করছি। তাজউদ্দীন আহমেদ হল প্রশাসনের এ ধরণের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। -প্রেসরিলিজ

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content