• সারাদেশ

    দিনাজপুর জেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ৮:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ ইউসুফ আলী (দিনাজপুর২৪.কম) দিনাজপুর জেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর-২০২২ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা পরিষদের মিলনায়তনে প্রথম মাসিক সভায় নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান, পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও পৌরসভার মেয়রবৃন্দ এতে অংশ নেন। মাসিক সভায় সূচনা বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন বলেন, আমরা নির্বাচিত জনপ্রতিনিধিরা সকলে মিলে একত্রিত হয়ে এবং দিনাজপুরের সকল সংসদ সদস্যদের নিয়ে জেলা পরিষদ তথা দিনাজপুরের উন্নয়ন করতে চাই। এজন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এরপর অনুষ্ঠানের সঞ্চালক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন উপস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে জেলা পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মুক্ত আলোচনায় অংশ নেন সংরক্ষিত ১ নং আসনের সদস্য মীরা মাহবুব, ২ নং আসনের সদস্য মোছাঃ বিলকিস পারভীন, ৩ নং আসনের সদস্য মোছাঃ তাজমেরী সেলিনা আকতার, ৪ নং আসনের সদস্য মোছাঃ হাসিনা পারভীন, ৫ নং আসনের সদস্য রাজিয়া সুলতানা, ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ রোকনুজ্জামান (বিপ্লব), ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ আরমান সরকার, ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহারিয়ার জামান শাহ্, ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহ্ নওয়াজ, ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ মোশারফ হোসেন, ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ আসফাক হোসেন সরকার, ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ নুর এ আলম সিদ্দিকী, ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ রহমত আলী শাহ্, ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ শরিফুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সদস্য মোঃ একরামুল হক, ১১ নং ওয়ার্ডের সদস্য মোঃ মোজাহার আলী মন্ডল, ১২ নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহমান লিটন, ১৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম মিঞা, খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আযম চৌধূরী লায়ন, হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, বীরগঞ্জ পৌরসভা মেয়র মোঃ মোশাররফ হোসেন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম উদ্দীন। এসময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ মানিক মিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সকল সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রবৃন্দদের জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content