• সারাদেশ

    ঘোড়াঘাটে নিজ ট্রাক দুর্ঘটনায় চালক হেলপার নিহত

      প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৫:১৮:০৩ প্রিন্ট সংস্করণ

    মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে চালক ও হেলপার নিহত হয়েছে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকটির চালকের আসনে থাকা চালক সহকারী (হেলপার) গাড়ি থেকে ছিঁটকে পড়ে গিয়ে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। ট্রাকের কেবিন কেটে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় ট্রাকটির চালক। ২৮ নভেম্বর সোমবার ভোররাতে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, দুর্ঘটনার সময় গাড়ীটি চালাচ্ছিলেন ট্রাকের হেলপার। এ কারণেই মারাত্বক এই দূর্ঘটনা ঘটেছে।

    নিহত দুজন হলেন, সিরাজ শেখের ছেলে ট্রাক চালক শিলন মিয়া (৪০) এবং আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে চালক সহকারী সাইফুল ইসলাম (২২)। তারা দুজনেই কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশয়ারা গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। গাড়িটির চালক খাবার খাওয়ার জন্য পাশের একটি হোটেলে কথা বলছিল। এমন সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচরে যায় এবং ট্রাকটির নিয়ন্ত্রণে থাকা চালক সহকারী রাস্তায় ছিটকে পড়ে চাকায় পৃষ্ট হয়। এছাড়াও ট্রাকটি দুমড়ে মুচড়ে যাওয়ায় হেলপারের আসনে থাকা চালক কেবিনে আটকা পড়ে যায়। ফায়ার সার্ভিস এসে ট্রাকের কেবিন কেটে তাকে উদ্ধার করে।

    ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ৩টার সময় ঘটনা স্থলে যাই। ট্রাকটির কেবিনে আটকে থাকা অবস্থায় গাড়িটির মূল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এর কিছুক্ষণ পরেই চিকিৎসক আমাদেরকে জানান সে মারা গিয়েছে।’

    বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, ‘দুটি মরদেহ আমরা থানায় নিয়ে এসেছি। ট্রাক দুটিও আমাদের হেফাজতে আছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content