প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৫:২০:১৬ প্রিন্ট সংস্করণ
দিলীপ কুমার রায় (দিনাজপুর২৪.কম) কাহারোলে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত। গত ২৮ নভেম্বর’২০২২ রোজ সোমবার আইএম ইউনিট, পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে কাহারোল উপজেলা পরিবার পরিকল্পনার কার্যক্রমের ব্যবস্থাপনায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রনেএক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমক্তিযোদ্ধা মোঃ আব্দুর মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাঈম হাসান খান, পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, দিনাজপুর জেলা উপ-পরিচালক মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা উপ-পরিচালক (পিএম), আইইএম ইউনিট আসমা হাসান, দিনাজপুর জেলা সহকারী পরিচালক (ডিসি) ডাঃ খাদিজা নাহিদ ইভা, কাহারোল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, উদ্বুদ্ধকরণ কর্মশালাটি পরিচালনা করেন, কাহারোল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদঃ) ডাঃ দেবব্রত রায়।