• সারাদেশ

    রাজা শান্তিনোর জিপিএ-৫ লাভ

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২২ , ৬:৫৫:২৬ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) রাজা শান্তিনো ২০২২ এসএসসি পরীক্ষায় দিনাজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ লাভ করেছে। তার পিতার নাম বলায় পোল। রাজা শান্তিনোর পিতা পেশায় একজন দিনমজুর। রাজা শান্তিনোর বাড়ি দিনাজপুর শহরোস্থ সুইহারি খ্রিষ্টানপাড়ায়। রাজা শান্তিনো তার জিপিএ-৫ লাভের জন্য প্রথমে ঈশ্বর এবং তাঁর শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সে সকলের দোয়াপ্রার্থী।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content