আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) এবার চমক দেখালো দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ। গতকাল দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ চলন্ত ট্রেনের ১০০ বোতল ফেন্সিডিল সহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে, এটিএসআই/৫৫ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় হইতে ঢাকাগামী আন্তঃনগর ৭০৬নং একতা এক্সপ্রেস ট্রেনে টিজি ডিউটি করাকালে সময় গোপন সংবাদের ভিত্তিতে চলন্ত ট্রেনের বগি নং-খ এর ৪নং কেবিনের সিটে বসা দিনাজপুর শহরোস্থ সুইহারী কলেজপাড়া মৃত আনছার আলীর পুত্র মোঃ সাজ্জাদ আলীকে তার সাথে লাগেজের ভিতরে থাকা ভারতীয় ফেন্সিডিল এবং ফেন্সিগ্রিপ সহ মোট ১০০ বোতল পায়। তাৎক্ষনিক লাগেজ সহ ফেন্সিডিল মাদক ব্যবসায়ী সাজ্জাদ আলীকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়। দিনাজপুর রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূঁইয়া জানান, মোঃ সাজ্জাত আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধনী ২০২০) এর ৩৬ (১) এর ১৪(গ) রুজু করা হয়। যার মামলা নং-০২। তারিখ ঃ ২৯/১১/২০২২ খ্রীঃ এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।