(দিনাজপুর২৪.কম) এবার টাইগার শ্রফের নায়িকা হতে চলেছেন সাইফকন্যা সারা আলি খান। পরিচালক জগন শক্তির সঙ্গে জুটি বেঁধে একটি অ্যাকশন ছবিতে দেখা যাবে তাদের দুজনকে। বিগ বাজেটের এই ছবিটির প্রযোজক বাসু ও জ্যাকি ভাগনানি। এখনও ছবির কোনো নামকরণ না হলেও টাইগারের নায়িকা চূড়ান্ত হয়েছে।
ছবিতে নতুন একটি জুটিকে খুঁজছিলেন নির্মাতারা। শেষ পর্যন্ত টাইগার শ্রফের বিপরীতে সারা আলি খানকেই বেছে নিয়েছেন তারা। এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন টাইগার ও সারা। কবে শুরু হচ্ছে ছবির শুটি?
নির্মাতা সংস্থা সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর থেকেই টাইগার ও সারা আলি খানকে নিয়ে ছবিটির শুটিং শুরু করবেন জগন শক্তি। ভারতের পাশাপাশি ইউরোপের বেশ কিছু দেশে ছবির শুটিং হবে।
বর্তমানে সারার নতুন প্রেম নিয়ে সরগরম বলিপাড়া। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাকি তিনি ডেট করছেন নায়িকা। কয়েক দিন পর ভিকি কৌশলের সঙ্গে আগামী ছবির শুটিং শুরু করবেন সারা। অন্যদিকে দিশা পাটানির সঙ্গে দীর্ঘ ছয় বছর সম্পর্ক ছিল টাইগারের। সেই সম্পর্কে ইতি টেনেছেন দুজন। টাইগারের হাতে আছে গণপথ সিনেমা। -নিউজ ডেস্ক