• সারাদেশ

    দিনাজপুরে মালদহ পট্টিতে কাপড় ব্যবসায়ীর কিল ঘুষিতে অটো চালকের মৃত্যু

      প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৮:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ২রা-ডিসেম্বর/২২ রোজ শুক্রবার আনুমানিক সময় দুপুর ১২টা দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটো চালক মো খালেকুল ইসলামকে কাপড় ব্যবসায়ী মেঘা বস্ত্রালয়ের ডাল মিয়া সন্তোষ নামক এক ব্যক্তির হাতে কিল ঘুষি খেয়ে নির্মমভাবে জীবন দিতে হলো ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের মালদহ পট্টি এলাকায়।

    ঘটনা সূত্রে জানা যায় যে মোঃ খালেকুল ইসলাম বয়স ৪৫ বছর পিতা মৃত সাবের আলী গ্রাম মেদধা পাড়া সদর দিনাজপুর । তিনি দীর্ঘ ১২ বছর ধরে মেদধা পাড়ায় এলাকায় বসবাস করতেন এবং কোন রকম ভাবে অটো ইজিবাইক চালিয়ে জীবনযাপন করতেন । তার সংসারে পরিবারের সদস্য সংখ্যা ছিলেন ০৬জন। এদের মধ্যে হলো তিন ছেলে এক মেয়ে। স্বামী এবং স্ত্রী । আরো জানা যায় যে তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের মোহনপুর গ্রামের মৃত সাবের আলীর পুত্র মোঃখালেকুল ইসলাম । এলাকাবাসী জানান তিনিএকজন ব্যক্তি হিসেবে সৎ মানুষ ছিলেন । তাহলে কি গরিব মানুষদের কোন বিচার নাই । অর্থ আর ক্ষমতার জোরে গরীব মানুষকে নির্মমভাবে হত্যা করবে বাংলাদেশের আইনে এর কোন বিচার নাই। তাই চলছে দিনাজপুর শহরের মালদহ পট্টি এলাকায় দিবা লোকে প্রকাশ্য অটো চালক কে হত্যা করে বীরদর্পে টাকার বিনিময়ে আপোষ রফা দোফা চেষ্টাএবং হত্যাকারীকে বাঁচানোর অপচেষ্টা চলছে, হত্যাকারী শতকোটি টাকার মালিক হওয়ায় দিনাজপুর এর মাফিয়াগণ ভূল হয়েছে মানে অঘটন বলে চালিয়ে দেবার অপচেষ্টা চালাচ্ছে।এছাড়ও একটি মানুষের জীবনের মূল্য হত্যা করার পর কখনই ৪.০০০০০ টাকার বিনিময়ে সমাধান হওয়া উচিৎ নয়, বিষয়টি টক্ অব দ্যা টাউনে পরিণতে হয়েছে, বিকেল থেকে রাত অবধি চলছে টাকার বিনিময়ে রফাদফার তদবির যেনো বিচারের বাণী নিভৃতে কাঁদে.অসহায় নিরীহ মানুষেরা । সর্বশেষ মৃত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন দিনাজপুর কোতোয়ালী থানার পুলিশ  এবং মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানান এই ঘটনা হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content