• খেলাধুলা

    বাংলাদেশের মতো কন্ডিশনে অনেক কিছু শেখার আছে: রোহিত শর্মা

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২২ , ৮:৩৭:০২ প্রিন্ট সংস্করণ

    ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

    প্রথমে ব্যাট করতে নামা ভারত সাকিব আল হাসান ও বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও ধুঁকতে থাকে। যেখানে ১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে। তবে শেষের ব্যাটার মোস্তাফিজকে নিয়ে ‍যুদ্ধ চালিয়ে যান মিরাজ। দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

    এ ম্যাচে হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, বাংলাদেশের মতো এই ধরনের কন্ডিশনে অনেক কিছু শেখার আছে।

    তিনি বলেন, ‘আমাদের শিখতে হবে এবং বুঝতে হবে এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয়। এক্ষেত্রে কোনো অজুহাত খাটে না। ভারত কখনো চাপের মুখে ভেঙে পড়ে না। চাপ সামলে নিয়ে ভারতের ঘুরে দাঁড়ানোর অনেক ইতিহাস আছে।’

    রোহিতের মতে, ‘আমার মনে হয় এখানে স্নায়ুচাপের বিষয় আছে এবং এটা চাপ ধরে রাখার বিষয়। আমি নিশ্চিত ছেলেরা এটা থেকে শিখবে এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে।’ -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content