• Top News

    কাতার বিশ্বকাপ ২০২২ : বিশ্বকাপ কোন দল জিততে পারে, জানাল ফিফা

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২২ , ৯:০৭:৫১ প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) চলছে কাতার বিশ্বকাপ। ঘটনা-অঘটনের মধ্য শেষ ষোলোতে পা রেখেছে আসরটি। প্রতি বিশ্বকাপেই সেরা কোচদের নতুন নতুন কৌশল ও পরিকল্পনা দেখা যায়। ফিফার বিশেষজ্ঞরা সেই ব্যাপারগুলো ইতিবাচকভাবে বিচার করে দেখেন। এবারের বিশ্বকাপে এসব বিবেচনা করে ফিফা জানিয়ে দিল, কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি!

    গত চার বছরের ফুটবলের পরিবর্তনে উচ্ছ্বসিত ফিফার টেকনিক্যাল কমিটির সদস্য আর্সেন ওয়েঙ্গার, ইয়র্গেন ক্লিন্সম্যানরা। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে, প্রায় প্রতিটি দলই বেশ খানিকটা এগিয়ে এনেছে তাদের ডিফেন্সকে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো মাঝমাঠেই প্রতিপক্ষের আক্রমণ নির্বিষ করে দিতে চাইছে।

    অন্য একচি পর্যবেক্ষণ হল, যে দলের উইং যত শক্তিশালী তারা তত বেশি লাভবান হচ্ছে। এতেই বদলেছে গোলের ধরনও। উইং, অর্থাৎ মাঠের দু’ধার দিয়ে আক্রমণে উঠে দলগুলি অনেক বেশি গোল করছে। গ্রুপ পর্বের নিরিখে রাশিয়া বিশ্বকাপের থেকে এই গোলের সংখ্যা ৮৩ শতাংশ বেশি। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content