প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২২ , ৫:০২:১৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রাজধানীর বকশীবাজার কেন্দ্রীয় মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের ওপর হামলার অভিযোগ উঠেছে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান লালবাগ থানার ডিসি মো. জাফর। তিনি বলেন, ‘হামলাকারীরা ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, সে ব্যবস্থা আমরা নিয়েছি।’
পুলিশ জানায়, মেয়র চলে যাওয়ার সময় বিক্ষোভকারীরা মাঠের ভেতর থেকে চেয়ার ছুড়তে থাকে। এরপর পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা দৌঁড়ে মাঠের অপর প্রান্ত দিয়ে বেরিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা প্রহরীর পাহারায় মাঠ উদ্বোধন না করে মেয়র স্থান সেখান থেকে চলে যান।
এ বিষয়ে ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রশিদ বলেন, ‘এই মাঠ নিয়ে ঢাকা আলিয়া ও কারাগারের সঙ্গে মামলা চলমান। এখনো কোনো সমাধান হয়নি। এই মুহূর্তে আমরা বলতে পারি না মাঠ আমাদের, কারাগারও বলতে পারে না মাঠ তাদের। মামলার রায় হলে মাঠ কার বোঝা যাবে।’
তিনি আরও বলেন, ‘মেয়রের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। তিনি আমাদের বলেছেন, তিনি মাঠের সৌন্দর্যবর্ধন করছেন, মাঠের খাদগুলো ভরাট করেছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি উদ্বোধন করতে এসেছেন। কিন্তু শিক্ষার্থীদের দাবি হলো মাঠের নাম নিয়ে। আমরা এ বিষয়ে সমঝোতার চেষ্টা করবো।’ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের দাবি থাকতে পারে। কিন্তু তাদের ওপর হাত তোলা, রক্ত ঝরানো, আটক করা কোনোভাবেই কাম্য হতে পারে না। মেয়রের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই।’ -ডেস্ক রিপোর্ট