প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২২ , ৫:০৫:১৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম মকবুল। গুরুতর আহত অবস্থায় আজ বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মকবুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ -ডেস্ক রিপোর্ট