প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ১:৪৭:৪৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বুধবার পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিতার সকাল থেকে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় প্রবেশে কড়াকড়ি করছে পুলিশ। আজ ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো রাস্তা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।
আজ সকাল থেকেই নয়াপল্টনের আশপাশের এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এই পথে সাধারণ চলাচলকারীদের আইডি কার্ড দেখানোর পরই কেবল ঢুকতে দিচ্ছে পুলিশ। এ ছাড়া শিক্ষার্থীদের ড্রেস ও আইডি কার্ড দেখে যেতে দেওয়া হচ্ছে। কার্ডবিহীন ও সন্দেহভাজন কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।