প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৬:৪৫:০০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিএনপির এমপিরা। আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলটির এমপিরা এই ঘোষণা দেন।
এ প্রসঙ্গে সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা বলেন, গতকাল ই-মেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আগামীকাল জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়া হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আট জন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিত হন ছয়জন। বাকি দুজন গণফোরামের। পরে এমপির সংখ্যার ভিত্তিতে একটি সংরক্ষিত আসন পায় বিএনপি।
বিএনপির ছয় সংসদ সদস্য হলেন- বগুড়া-৪ আসনে মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ও ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান। সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। -ডেস্ক রিপোর্ট