(দিনাজপুর২৪.কম) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, “বাঁধন” স্যার এ এফ রহমান হল ইউনিটের ২০২৩ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান (২০২২) কমিটির সাংগঠনিক সম্পাদক-আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ওলিউল্লাহ রনি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক-দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: মাহাবুবুর রহমান সবুজ। ৯ ডিসেম্বর ২০২২, এক সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। উক্ত ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা রবিউল আলম বলেন, বাঁধনের সংবিধান অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর মাসের ১-১০ তারিখের মধ্যে আসন্ন বছরের কার্যকরী কমিটি গঠন করতে হয়। সে অনুযায়ী আজ ৯ ডিসেম্বর কার্যকরী কমিটির সভায় ২০২৩ সালের জন্য কমিটি প্রকাশ করা হয়েছে।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে হলেন জোনাল প্রতিনিধি রবিউল আলম, সহ-সভাপতি মো. রায়হান উদ্দীন রানা ও আমানউল্লাহ না, সহ-সাধারণ সম্পাদক রানা হামিদ, সাংগঠনিক সম্পাদক আসওয়াদ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (সাফী), দপ্তর সম্পাদক তানজিদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত হোসেন, তথ্য ও শিক্ষা সম্পাদক মো. রিয়াদুল ইসলাম প্রমূখ। স্বেচ্ছায় রক্তদান, রক্ত সংগ্রহ করে দেয়া ও রক্তদানে উৎসাহের পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় মুহূর্তে ত্রাণ সহায়তা প্রদান করে থাকে বাঁধন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এ বছর রজতজয়ন্তী পালন করেছে। -প্রেসরিলিজ