• Top News

    পাকিস্তান-আফগান সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলি, নিহত ৭

      প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ১১:২৮:৪০ প্রিন্ট সংস্করণ

    পুরোনো ছবি

    (দিনাজপুর২৪.কম) সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি আজ সোমবার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ভর্তির লটারি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    একই স্থানে আগামীকাল মঙ্গলবার বিকেলে ৩টায় বেসরকারি মাধ্যমিকের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এসব তথ্য জানিয়েছে।

    স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) লটারির ফল দেখা যাবে।

    উল্লেখ্য, মাধ্যমিকে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হয় ১৬ নভেম্বর, চলে ৬ ডিসেম্বর পর্যন্ত। আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content