• রংপুর বিভাগ

    দিনাজপুরে এনটিভির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২২ , ১:১১:৫০ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর-২০২২) বিকেলে শহরের চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব দেলওয়ার হোসেন। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জি এম হিরু, সহ-সাধারন সম্পাদক আব্দুস সালাম দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মীরা মাহবুব, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল হানিফ দিলন, এনটিভির স্টাফ রিপোর্টার (দিনাজপুর) মোঃ ফারুক হোসেন, এন টি আই পলিটিক্স টিভির বার্তা সম্পাদক ইসমাইল হোসেন সহ দিনাজপুরে কর্মরত জাতীয় ও স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, প্রতিবারের ন্যায় এবারও এনটিভির পক্ষ থেকে দিনাজপুরে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content