প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৩:২৬:৪০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) লিওনেল মেসি কি পারবেন তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করতে নাকি পেলের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা দুটি বিশ্বকাপ ট্রফি জিতবেন ২৩ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে? দুজনই তাদের সাফল্য থেকে আর ৯০ মিনিট দূরে, আর এই হেভিওয়েট ম্যাচ পরিচালনা করবেন সাইমন মার্সিনিয়াক।
এই বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনালের রেফারি মার্সিনিয়াক। প্রথম কোনও পোলিশ রেফারি বিশ্বমঞ্চের শিরোপা নির্ধারণী মঞ্চে থাকবেন। ৪১ বছর বয়সী মার্সিনিয়াক ২০১৩ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি, পোলিশ শীর্ষ লিগে ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে।
এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও ইন্টার মিলানের ৩-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচেও রেফারি ছিলেন মার্সিনিয়াক। এছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে পোর্তোর ২-১ গোলে হারের ম্যাচেও ছিলেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর সুপার কাপের দায়িত্বে দেখা গেছে তাকে। একই বছর বিশ্বকাপে দুটি ম্যাচে রেফারি ছিলেন তিনি।
এই বিশ্বকাপে বিতর্কিত রেফারিং নিয়ে আলোচনার পর বিতর্কহীন মার্সিয়ানিককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষা। -ডেস্ক রিপোর্ট