• খেলাধুলা

    ফ্রান্সের একাদশে থাকছেন যারা

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৮:০৩:৩২ প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) আর্জেন্টিনার বিপক্ষে কাঙ্খিত একাদশ নামাতে পারছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। মরক্কোর বিপক্ষে অসুস্থতার কারণে খেলতে না পারা আদ্রিয়ের র‌্যাবিও এবং দায়ত উপামেচানো এই ম্যাচে থাকছেন শুরুর একাদশে।

    মরক্কোর বিপক্ষে দায়ত উপামেচানোর পরিবর্তে খেলেছিলেন ইব্রাহিত কৌনাতে এবং ইউসেফ ফোফানা। র‌্যাবিও এবং উপামেচানো দলে ফেরার ফলে এই দু’জনকে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে।

    পুরো বিশ্বকাপে যে ফরমেশনে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম খেলিয়েছেন- সেই ফরমেশনটাই ফাইনালের জন্য সেট করেছেন তিনি। চারজনকে রাখছেন ডিফেন্সে। তিনজনকে মিডফিল্ডে এবং ৩ জনকে রাখছেন আক্রমণে। অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে এবং উসমান ডেম্বেলেই আক্রমণের মূল দায়িত্বে।

    ফাইনালে ফ্রান্স একাদশ:  হুগো লরিস, হুলেস কৌন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আন্তোনিও গ্রিজম্যান, অরিলিয়েন টিচুয়ামেনি, আদ্রিয়েন র‌্যাবিও, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু এবং কিলিয়ান এমবাপে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।