প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৮:০৩:৩২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) আর্জেন্টিনার বিপক্ষে কাঙ্খিত একাদশ নামাতে পারছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। মরক্কোর বিপক্ষে অসুস্থতার কারণে খেলতে না পারা আদ্রিয়ের র্যাবিও এবং দায়ত উপামেচানো এই ম্যাচে থাকছেন শুরুর একাদশে।
মরক্কোর বিপক্ষে দায়ত উপামেচানোর পরিবর্তে খেলেছিলেন ইব্রাহিত কৌনাতে এবং ইউসেফ ফোফানা। র্যাবিও এবং উপামেচানো দলে ফেরার ফলে এই দু’জনকে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে।
ফাইনালে ফ্রান্স একাদশ: হুগো লরিস, হুলেস কৌন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আন্তোনিও গ্রিজম্যান, অরিলিয়েন টিচুয়ামেনি, আদ্রিয়েন র্যাবিও, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু এবং কিলিয়ান এমবাপে। -ডেস্ক রিপোর্ট