• Top News

    কাতার বিশ্বকাপ ২০২২ : বিশ্বকাপ জিতে কত টাকা পেল আর্জেন্টিনা

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ১:১৭:১৭ প্রিন্ট সংস্করণ

    চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতালেন লিওনেল মেসিরা।

    শ্বাসরুদ্ধ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতায় ছিল। পরে অতিরিক্ত সময়ে দুদল আরও একটি করে গোল দিলে ৩-৩ গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

    এদিকে এবারের বিশ্বকাপে অনেক নতুন সংযোজন দেখেছে ফুটবল বিশ্ব। বল ও অফ সাইড টেকনোলজি, অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যাবৃদ্ধিসহ অনেক নতুন নিয়ম এবং প্রযুক্তি যুক্ত হয়েছে এ বিশ্বকাপে। বেড়েছে পুরস্কারের টাকার পরিমাণও। রেকর্ড পরিমাণ প্রাইজমানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য।

    বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি। আর সেই প্রাইজমানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশিই। বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২০ কোটি টাকা। রানার্সআপ ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন বা প্রায় ৩০০ কোটি টাকা।

    শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোও পেয়েছে বিপুল অঙ্কের প্রাইজমানি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩০ কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পেয়েছে প্রায় ১৭০ কোটি টাকা করে। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে ২৭০ ও ২৫০ কোটি টাকা পাবে। এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ কোটি টাকা করে। -ডেস্ক রিপোর্ট

    কারা কত পেয়েছে:

    চ্যাম্পিয়ন: ৪২ মিলিয়ন ইউএস ডলার

    রানার্সআপ: ৩০ মিলিয়ন ইউএস ডলার

    ৩য় স্থান: ২৭ মিলিয়ন ইউএস ডলার

    ৪র্থ স্থান: ২৫ মিলিয়ন ইউএস ডলার

    ৫ম-৮ম স্থান: ১৭ মিলিয়ন ইউএস ডলার।

    ৯ম-১৬তম স্থান: ১৩ মিলিয়ন ইউএস ডলার।

    ১৭তম-৩২তম স্থান: ৯ মিলিয়ন ইউএস ডলার।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।