• কৃষি ও কিষাণ

    বিরামপুরে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৭:২৯:২৭ প্রিন্ট সংস্করণ

    Exif_JPEG_420

    মো. নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) ধানের জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলায় আমন ধান কাটা মাড়াইয়ের পরেই শুরু হয়েছে আগাম জাতের বোরো আবাদের প্রস্তুতি। এলাকার কৃষকরা বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপনের কাজে ব্যাস্ত সময় পার করছেন। উপজেলার জোলাগাড়ী গ্রামের কৃষক বাবুল হোসেন জানান, শীত পড়ার আগেই বীজ বপন করলে অধিক বীজের চারা গজায় এবং রোগ বালাইহীন ভাবে চারা বেড়ে ওঠে। এতে বীজের অপচয় কম হয় এবং অল্প বীজে অধিক জমিতে চারা রোপন সম্ভব হয়।
    উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে ৩ হাজার ৫শ’ জনকে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার অনুপাতে কৃষকরা প্রায় ৮০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি এবং বীজ বপন করেছে। বপনকৃত বীজের মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ব্রি-৭৪,৮৯,৯২, জিরাশাইল ও বিভিন্ন রকমের হাইব্রিড ধান।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content