প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৭:৫৭:০৬ প্রিন্ট সংস্করণ
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, দিনাজপুরে চলতি বছর ২১৭২ হেক্টর জমিতে ফুলকপি, ২০২১ হেক্টরে বাঁধাকপি, ৮৫০ হেক্টরে শিম, ১৯০ হেক্টরে বরবটি, ১০১০ হেক্টরে মুলা, ২৩৯২ হেক্টরে বেগুন, ২৩২ হেক্টরে গাজর, ২৪৫২ হেক্টরে টমেটো, ৮৬ হেক্টরে ঢ্যাঁড়স, ৩৭৮ হেক্টরে করলা, ৯৭৪ হেক্টরে লাউ, ৩১০ হেক্টরে শসা, ৫০০ হেক্টরে লাল শাক, ৩৮৮ হেক্টরে পালং শাক, ৩৮৮ হেক্টরে পুঁই শাক, ১৩০ হেক্টরে ডাঁটা শাক এবং ২০০ হেক্টর জমিতে নাপা শাক আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বেশিরভাগ জমিতে আবাদ হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে কৃষি বিভাগ।
জনসাধারণের নাভিশ্বাস হয়ে উঠেছে সবজির দাম। ভোক্তা অধিকার প্রতিষ্ঠানটি যেন জেগে থেকেই ঘুমোচ্ছে। স্থানীয় দিনাজপুরবাসী সরাসরি আইনপ্রয়োগ সংস্থা এবং জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।