প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ১:০৫:২৮ প্রিন্ট সংস্করণ
মোঃ জাহাঙ্গীর আলম/ মোঃ জিয়াউর রহমান (দিনাজপুর২৪.কম) ২২ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২২ উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বিডি০২৭৫ পর্বতীপুর (দিনাজপুর) এর আয়োজনে প্রাক বড়দিন উদযাপিত হলো। এ উপলক্ষে প্রকল্পের উপকার ভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মোঃহাফিজুল ইসলাম প্রামানিক, সম্মানিত অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন, মোঃ মজিবর রহমান সরকার চেয়ারম্যান ৫নং চন্ডিপুর ইউ পি,উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রোকসানা বারী রুকু (পার্বতীপুর) রোসিনা সরেন (ঘোড়াঘাট) নীরু শামসুন্নাহার( ফুলবাড়ি) পারুল বেগম (নবাব গন্জ) প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশোব ড.সাইমুন বিশ্বাস পরিচালক ম্যাথডিষ্ট চার্চ ও মিঃআমোস মুর্মু পিএফ কম্প্যাশন ইন্টার ন্যাশনাল বাংলাদেশ।
সভাপতিত্ব করেন এলসিসি চেয়ারম্যান বিনোদ টুডু, আনুষ্ঠান সন্চালনায় মার্শেল টুডু ও শিউলি হাসদা। সার্বিক ব্যাবস্থানায় ছিলেন প্রকল্পের ব্যাবস্থাপক সু কমল হাসদা। সব শেষে সঙ্গীত শিক্ষক ( বেতারও বিটিভি শিল্পী) মোঃওয়াহেদুল ইসলামের পরিচালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।