• Top News

    কাদের সিদ্দিকী বললেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই’

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ১:০৮:২৯ প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

    (দিনাজপুর২৪.কম) রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে সপরিবারে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

    শনিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগের দিন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কারণ প্রসঙ্গে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার কিছু বলার নেই। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকেছেন, তাই কারণটা তার কাছ থেকেই জেনে নেওয়া ভালো।’

    কী কথা হয়েছে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, অনেক কথা হয়েছে, গল্প হয়েছে। তার পরিবারের সদস্যরাও নানা বিষয়ে গল্প করেছেন।

    সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘দুজন রাজনীতির মানুষ যখন এক হয়, তখন তো রাজনৈতিক আলাপ হবেই।’

    কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি। কিন্তু বঙ্গবন্ধুকে বুকে ধারণ করি, লালন করি।’ এ সময় আবারও আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।’

    কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জানান, তিনি সন্ধ্যা ৬টার দিকে গিয়েছিলেন। ঘণ্টা দেড়েক প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ-আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই তাকে ডেকেছিলেন।

    ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল, এতে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগও ছিল। ওই নির্বাচন নিয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তিনি দুই দফা ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে অংশ নেন।

    সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর ঐক্যফ্রন্ট আর সক্রিয় নেই। বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ঐক্যফ্রন্টের অনেক দলও আছে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content