প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ১:১২:১৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের বিদায়ে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে .. করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতে রবীচন্দ্রন অশ্বিনের বলে ব্যক্তিগত ৫ রানে এলবি হন নাজমুল হোসেন শান্ত। এরপর প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করা মুমিনুল হকও ৫ রানে মোহাম্মদ সিরাজের শিকার হন।
গতকাল আইপিএলে দল পাওয়া বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টিকতে পারেননি। ব্যক্তিগত ১৩ রানে তিনি জয়দেব উনাদকাটের বলে আউট হন। দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও দ্রুত ফিরে যান। অক্ষর প্যাটেলের বলে এলবি হন ৯ রানে।
এর আগে দ্বিতীয় দিন বিনা উইকেটে ৭ রান করে মাঠ ছেড়েছিল টাইগাররা। ব্যাটিংয়ে ছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।
বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রান করে। জবাবে ভারত ৩১৪ রানে অলআউট হয়। -ডেস্ক রিপোর্ট