• Top News

    টানা দশমবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ৬:৫০:১৬ প্রিন্ট সংস্করণ

    আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

    (দিনাজপুর২৪.কম) টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিকেশেনে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

    সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলের উপদষ্টোমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর ফিজার রহমান এতে সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে আমির হোসেন আমুর প্রস্তাব গৃহীত হয়।

    আওয়ামী লীগের কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। এতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।

    আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে দুপুর সোয়া ১টায় প্রথম অধিবেশন শেষ হয়। বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এটি সঞ্চালনা করেন আওয়া্মী লীগ সভাপতি শেখ হাসিনা। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।