প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২২ , ১০:৩৫:১৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।
রোববার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন সকালেই ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জয়দেব উনাদকাটকে ব্যক্তিগত ১৩ রানে এলবি করেন সাকিব আল হাসান। এরপর পর পর দুই ওভারে ভয়ঙ্কর ঋশভ পন্থ (৯) ও অক্ষর প্যাটেলকে (৩৪) বিদায় করে টেস্টে নমব বারের মতো পাঁচ উইকেট তুলে নেন। এর আগে তৃতীয় দিন ৪ উইকেট হারিয়ে ৪৫ রানে মাঠ ছেড়েছিল ভারত।
বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ করে। জবাবে ৩১৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ভারত। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করলে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয়। -ডেস্ক রিপোর্ট