প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৪:১৫:২৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকার উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে প্লট জালিয়াতি ও নকশাবহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- তার স্ত্রী তাহেরা খসরু আলম, তার ভায়রা ভাই গোলাম সরোয়ার, শ্যালিকা সাবেরা সরোয়ার নীনা ও আওরঙ্গজেব নান্নু।
মামলার এজহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন ঢাকার বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের পার্শ্ববর্তী ২৫ নম্বর প্লট ক্রয় করেন। সেখানে নকশা না মেনে উভয় প্লটে ২২ তলা ও ২১ তলা ভবন নির্মাণ করেন। এছাড়া পাঁচ তারকা হোটেল সারিনা ইন লি. পরিচালনা করে প্রতারণার আশ্রয় নেওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। -ডেস্ক রিপোর্ট