• সারাদেশ

    কাহারোলে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২১ , ১০:৪৫:২৫ প্রিন্ট সংস্করণ

    দিলীপ কুমার রায় (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের কাহারোলে মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ৩০ নভেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার এসআই হাসান ফারুক, এসআই জয়নাল, এসআই কার্তিক এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের বনড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দূর্গা মন্দিরের সামনে নেশা জাতীয় ট্যাপেন্ডাল যুক্ত ট্যাবলেট বিক্রি করার সময় হাতিশা গ্রামের রংপুড়িয়া পাড়ার মোঃ রহমত আলী পুত্র মোঃ মিজানুর রহমান (২৮) কে ৫৫পিচ ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করেন। এব্যাপরে আসামী মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য আইনের ৩৬(১) সারনির ২৯ (ক) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। কাহারোল থানা মামলা নং ০৯, তারিখ- ৩১/১১/২০২১ইং। বিষয়টি নিশ্চিত করেছেন, কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই আখেরুজ্জামান।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content