• Top News

    সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৩:১০:৩৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন (৪৫)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দোলাপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন ব্যবসায়ীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে সাদিকুল ও নাজির ঘটনাস্থলেই নিহত হন।

    স্থানীয়রা জানায়, নিহতদের মরদেহ তাদের সহযোগীরা নিজ নিজ বাড়িতে নিয়ে এসেছে। বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এ বিষয়ে বিজিবির দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল বলেন, ‘বিষয়টি ঊর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হবে।’ -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content