• Top News

    অবশেষে মান-অভিমান ভাঙল রাজ-পরীর

      প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৩ , ১:৫১:২০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর  টোয়েন্টিফোর ডটকম) শুক্রবার দিবাগত রাতে হালের জনপ্রিয় চিত্র নায়িকা পরীমনি হুট করেই ফেসবুকে স্ট্যাটাস লিখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। এর আগে, রাত আটটায় রাজধানীর বসুন্ধরা এলাকার বাসা থেকে সন্তান রাজ্যকে কোলে নিয়ে বেড়িয়ে যান এ নায়িকা। যে সময় স্বামী চিত্রনায়ক রাজ মাত্রই বাসায় ফিরেছিলেন। তবে রাগটা বেশি সময় টেকেনি। সকালেই ফিরে আসেন বাসায়।

    ফেসবুকের স্ট্যাটাসের কারণ জানতে যোগাযোগ করা হলে পরীমনি বলেন, ‘আমি এখন ঘুমাচ্ছি। বাসায় আছি।’

    কোন বাসায় আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘কোন বাসায় মানে আমাদের বাসায় আছি। বসুন্ধরার বাসায় আছি। রাতে ঘুমানো হয়নি ঠিকমতো। আপাতত ঘুমাতে চাই। আমরা একসঙ্গে আছি।’

    খোঁজ নিয়ে জানা যায়, রাজের সঙ্গে রাগারাগি করেই ‘বিচ্ছেদের ইঙ্গিত’ দিয়েছিলেন পরীমনি। এখন অবশ্য সব ঠিকঠাক। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content